ইউক্রেইনের বেশ কয়েকটি সরকারি সংস্থার কম্পিউটার সিস্টেমে ‘বিধ্বংসী ম্যালওয়্যার’ পেয়েছে মাইক্রোসফট। ভুক্তভোগীর তালিকায় আছে ইউক্রেইন সরকারের নির্বাহী সংস্থা এবং জরুরী সেবার কাজে নিয়োজিত বিভাগগুলো।
ইউক্রেইন সরকারের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর পাশাপাশি দেশটির একটি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানও ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। সরকারি-বেসরকারি উভয় খাতের সেবাগ্রাহকদের ওয়েবসাইট ব্যবস্থাপনা সেবা দেয় ওই প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট ওই তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম না জানালেও, রয়টার্স বলছে, সম্প্রতি সাইবার হামলার শিকার সরকারি ওয়েবসাইটগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব ছিল ওই প্রতিষ্ঠানের হাতে।
তবে, ইউক্রেইনের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের উপর সাইবার হামলার ঘটনায় মাইক্রোসফটের কোনো পণ্য বা সেবার দুর্বলতার সুযোগ নেওয়া হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।