মৌলভীবাজারের রাজনগরে ১৩শ’ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক প্রয়াত শিল্পী ফকির আলমগীরের প্রতিষ্ঠিত ঋষিজ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়। গতকাল বিকালে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদের সভাপতিত্বে ও মিনহাজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, ঋষিজ শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ইউপি সদস্য ময়নুল ইসলাম মাল্লুম, শামীম আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান ও সাবেক ছাত্রলীগ নেতা এহতেশামুল হক সাজ্জাদ।