সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ঢাকায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার প্রবাসী কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। তিনি বলেছেন, আব্বু আসামে কিংবা লন্ডনেও যাননি। বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন। তানজিনা জানান, ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা তার বাবা গত বছরের ৩ সেপ্টেম্বর মারা যান।
আজ শনিবার মানবজমিন পত্রিকায় ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। তানজিনা জানান, তার বাবার দাফন করা হয়েছে ঢাকার বাইরে। যেখানে যেতে এক-দেড় ঘণ্টা গাড়ি চালাতে হয়। গ্রামের বাড়িতে দাফন করানোর সাহস করতে পারেননি তার পরিবারের লোকজন।
সামিরা বলেন, চাচা আশিক চৌধুরী সাহস করতে পারেননি। তিনি তখন আমাদের বলেছেন- কোনো অবস্থাতেই গ্রামে নিয়ে এসো না। বারবার তিনি নিরাপত্তার কথা বলেছেন। তখন ভয় পেয়ে যাই। বাস্তব অবস্থা এমনই। কাউকে দোষারোপ করতে চাই না। উপায় কি!