মাত্র বছর কয়েক আগেও গর্ভবতী নারীদের স্বাভাবিক সন্তান প্রসব ছিল খুবই সাধারণ ঘটনা। কিন্তু সময়ের বিবর্তন ও অস্ত্রোপচারে শিশু জন্মদানের প্রবণতায় অনেকটাই হারিয়ে যেতে বসেছিল তা। সমাজের অভিজাত শ্রেণীর মানুষেরও প্রসববেদনা ভীতির কারণে আগ্রহ অস্ত্রোপচারের প্রতি। আর এমন প্রবণতাকে পুঁজি করে দেশের বেসরকারি হাসপাতালগুলো অপ্রয়োজনীয় ক্ষেত্রেও ঝুঁকছে অস্ত্রোপচারের দিকে। তাতে ঝুঁকিতে পড়ছে মা ও শিশুর সুস্বাস্থ্য।
অবশ্য উল্টোচিত্র দেখা যায় গাজীপুর শহরের এলিট কেয়ার হাসপাতালে। প্রয়োজন ছাড়া সেখানে সিজারিয়ান অপারেশন বা অস্ত্রোপচারে শিশু জন্মদানের প্রবণতা কম। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এ হাসপাতাল এখন পরিচিতি লাভ করেছে নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসবের হাসপাতাল হিসেবে।