কিডনি ডায়ালাইসিস ইউনিট তিন মাস বন্ধ, বিপাকে রোগীরা

বণিক বার্তা প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২, ০৩:০১

২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে হেমোডায়ালাইসিস ইউনিটে দীর্ঘ তিন মাস সেবাদান বন্ধ রয়েছে। রি-এজেন্ট ও অর্থসংকটের কারণে ইউনিটটি বন্ধ থাকায় সুবিধাভোগী অসহায় ও দরিদ্র রোগীরা দিশেহারা। বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে বাড়তি ব্যয়ে কিডনি ডায়ালাইসিস করাতে না পেরে অনেক রোগী চিকিৎসা নেয়া বন্ধ করে মৃত্যুর প্রহর গুনছেন। এ অবস্থায় দ্রুত সেবাটি চালুর দাবি জানিয়েছেন সেবাগ্রহীতারা। তবে হাসপাতাল থেকে জানানো হয়, রি-এজেন্ট ও অর্থপ্রাপ্তি ছাড়া এ ইউনিটটি আর চালানো সম্ভব নয়।


ফেনী জেনারেল হাসপাতাল সূত্র জানায়, ফেনী ও আশপাশের জেলা থেকে আসা অসহায় ও দুস্থ রোগীদের কথা চিন্তা করে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করা হয়। উন্নয়ন বরাদ্দের অর্থে চালু হওয়া এ ইউনিটে তিন শিফটে প্রতিদিন ৩০ জন কিডনি রোগীর ডায়ালাইসিস সেবা চলে আসছিল। প্রাইভেট হাসপাতালের ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা মূল্যের সেবাটি এ হাসপাতালে মাত্র ৫০০ টাকায় রোগীরা ভোগ করতেন। আর্থিক সংকটে থাকা দীর্ঘ ও মরণব্যাধি এ রোগ থেকে রক্ষা পেতে নিবন্ধনকৃত ৯০ জন কিডনি রোগী নিয়মিত এ হাসপাতালের ডায়ালাইসিস সেবা গ্রহণ করতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us