করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন ছড়িয়ে পড়ায় শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও সংক্রমণ দ্রুত বাড়ছে। ১০ শতাংশের ঊর্ধ্বে পজিটিভিটি রেট নিয়ে, নতুন করে দেশের ২৬টি জেলা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, তিন জেলায় ৫০ শতাংশের ঊর্ধ্বে, একটিতে ৪০% এর ঊর্ধ্বে, একটিতে ৩০% এর ঊর্ধ্বে, চার জেলায় ২০% এর ঊর্ধ্বে এবং দেশের ১৬ জেলায় ১০% এর ঊর্ধ্বে পজিটিভিটি রেট।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মতে, ১০% বা ঊর্ধ্বে সংক্রমণ থাকলে সে জেলাকে সংক্রমণের 'উচ্চ ঝুঁকি'র তালিকায় ফেলা হবে। সংক্রমণ ৫%-৯% থাকলে সেটি 'মাঝারি ঝুঁকি'র তালিকায় বিবেচিত হবে।
উচ্চ-ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে, হবিগঞ্জে সর্বাধিক ৫৮.৮% পজিটিভিটি রেট রয়েছে যেখানে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, পটুয়াখালীতে বৃহস্পতিবার এ হার ছিল শূন্য।