প্লেস্টেশন৪ গেমিং কনসোলের পরবর্তী সংস্করণ হিসেবে প্লেস্টেশন৫ বাজারে আসে ২০২০ সালের নভেম্বরে। নতুন সংস্করণ বাজারে আসায় প্লেস্টেশন৪ -এর চাহিদা কমবে, ভেবেছিল নির্মাতা প্রতিষ্ঠান সনি ইন্টারেকটিভ এন্টারটেইনমেন্ট। এ জন্য ২০২১ সাল পর্যন্ত প্লেস্টেশন৪ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে নতুন সংস্করণ আসার এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো ক্রেতাদের ভালোবাসা ধরে রেখেছে প্লেস্টেশন৪।
ক্রেতাদের চাহিদা থাকায় প্লেস্টেশন৪ এর উৎপাদন বন্ধের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে সনি। শুধু সিদ্ধান্ত বদলই নয়, প্রায় ১০ লাখ প্লেস্টেশন৪ কনসোল তৈরির পরিকল্পনা এঁটেছে তারা। উৎপাদন চালু রাখার বিষয়টি স্বীকার করে সনি জানিয়েছে, প্লেস্টেশন৪ এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেমিং কনসোলগুলোর মধ্যে একটি।