আগামী ১৬ তারিখ অনুষ্ঠিত হবে নাসিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সবার চোখ এখন নারায়ণগঞ্জের দিকে। এই নজরের অনেকগুলোর মধ্যে অন্যতম একটি হলো সেখানে আছেন সেলিনা হায়াৎ আইভী। তিনি নিজেও বলেছেন, গত তিনটি নির্বাচনে তিনি একাই লড়েছেন সব প্রতিকূলতার বিরুদ্ধে। এমনকি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে আওয়ামী লীগের তা এক নেতা যেভাবে ব্যক্তিগত আক্রমণ করে ‘তুই তোকারি’ করেছিলেন, সেটি কম বেশি সবার মনে আছে। সেই ভিডিও তখন ভাইরাল হয়েছিল। কিন্তু একজন নারীকে অশালীন কথা বলার পরও তাকে কোনও ধরনের শাস্তি প্রদান করতে দেখা যায়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে। এবং এবারও গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, আইভীর বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটনা করে প্রচার করা হচ্ছে।
নারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হলেই কি এমন হয়? সব জায়গায় কি একই চিত্র? সব জায়গায় একরকম না হলেও চিত্র অনেকটাই কাছাকাছি।