বিনিয়োগের কেন্দ্রে বেপজা ইজেড

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ০৯:৩৪

প্রথমবার ২০১১ সালে বাংলাদেশে বিনিয়োগের জন্য দুই হাজার একর জমি চেয়েছিল বিশ্বখ্যাত ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। দ্বিতীয়বার ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে বেপজার (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ) কাছে ঢাকা অথবা চট্টগ্রাম ইপিজেডে ৫০০টি শিল্পপ্লট চায় কোরিয়াভিত্তিক বিশ্বের এই নামি বহুজাতিক কম্পানিটি। কিন্তু দুইবারই পছন্দ অনুযায়ী লোকেশনে জমির অপ্রতুলতায় স্যামসাংকে ফিরিয়ে দেওয়া হয়। বাংলাদেশে যেকোনো বিনিয়োগে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা বেপজার নতুন প্রকল্প ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’ এর প্লট নিয়েও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। মিরসরাইয়ে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগরে এক হাজার ১৩৯ একর জমির ওপর গড়ে তোলা বেপজা অর্থনৈতিক অঞ্চলের ৫৩৯টি শিল্পপ্লটের বিপরীতে চাহিদা জমা পড়েছে ৬৪৩টি শিল্পপ্লটের। এরই মধ্যে ১৯টি শিল্পপ্রতিষ্ঠানকে ১৫৪টি প্লট সাময়িক বরাদ্দও দিয়ে দেওয়া হয়েছে।


বেপজা সূত্র জানায়, আয়তনের দিক থেকে এটিই হবে বেপজার সবচেয়ে বড় প্রকল্প। কারণ বেপজার আওতাধীন আটটি ইপিজেডের সম্মিলিত আয়তন দুই হাজার ৩০৮ একর। সেখানে মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলের আয়তন প্রায় এর অর্ধেক (১১৩৮.৫৫ একর)। বেপজা আশা করছে, পুরো প্রকল্প বাস্তবায়ন শেষ হলে এখানে সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে এবং পাঁচ লাখ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us