অবৈধ সম্পদ ও অর্থপাচারের অভিযোগে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকিকে ১৬ জানুয়ারি তলব করা হয়েছে, তলবে না আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুদকের সচিব মাহবুবুর রহমান। জনাব লাকির বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে।
একই দিন অর্থাৎ বৃহস্পতিবার আরও জানা গেল অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আজিজ আল কায়সার টিটো ও আজিম উদ্দিন দুদকের তলবে হাজির না হয়ে এক মাস সময় চেয়েছেন।
দুর্নীতির অভিযোগ প্রতিদিনই শুনছি। আমরা অভ্যস্ত হয়ে গেছি এসব দেখতে দেখতে, শুনতে শুনতে। কিন্তু শিল্প-সংস্কৃতি আর শিক্ষার সাথে মানুষজনের বিরুদ্ধে যখন অভিযোগ উঠে, তখন দুর্নীতির মুক্তবাজারেও কিছুটা ভাবনায় পড়তে হয়।
লিয়াকত আলী লাকি এই পদে অনেকদিন ধরে আছেন রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে। রাজনৈতিক বিশ্বাস থেকে দলপ্রধান তাকে এখানে বসিয়েছেন একটা অঙ্গীকারের জায়গা থেকে। তার বিরুদ্ধে অভিযোগ উঠলে দুঃখ পাওয়া ছাড়া উপায় থাকে না যদিও অভিযোগ এখনও প্রমাণিত হয়নি।
দুর্নীতির ধারণা সূচকে বরাবরই বাংলাদেশের অবস্থান পাকাপোক্ত।