বৈশ্বিক প্রযুক্তি শিল্পের যখন চিপ সঙ্কটে নাস্তানাবুদ অবস্থা, তখন লাভের হিসাব কষছে র শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য ও চিপ উৎপাদক প্রতিষ্ঠান স্যামসাং। শুধু তাই নয়, ২০২১ সালের শেষ তিন মাসে সম্ভবত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা আয় করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্বের শীর্ষ এই মেমোরি চিপ নির্মাতা ২০২১ সালের শেষ প্রান্তিকে এক হাজার ১৫০ কোটি ডলার আয় হয়েছে বলে অনুমান করছে; ৫২ শতাংশ মুনাফা বৃদ্ধির প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
চুক্তিভিত্তিক চিপ উৎপাদন ব্যবসা আর আর সার্ভার মেমোরি চিপের ঊর্ধ্বমুখী চাহিদা থেকেই স্যামসাংয়ের এই সাফল্য বলে জানিয়েছে বিবিসি। “পিসি আর ইলেকট্রনিক্সের রেকর্ড ভাঙ্গা চাহিদা থেকে মুনাফা অর্জনের জন্য সঠিক অবস্থানে আছে স্যামসাং”-- মন্তব্য করেছেন প্রযুক্তি বিশ্লেষক স্যাম রেইনল্ডস।