এজেন্ডা বাস্তবায়নে মাহবুব তালুকদার উদ্দেশ্যপ্রণোদিত কথা বলেন: সিইসি

ডেইলি স্টার প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২২, ১৪:০৩

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পর্যবেক্ষণ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি ইসি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত কথা বলেন।


আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক কর্মশালা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, উনি তো এরকম বলেন সব সময়। একেকটা সময় একেকটা শব্দ চয়ন করেন, মিডিয়ায় প্রচার করার জন্য।


গতকাল পঞ্চম ধাপের নির্বাচনী পর্যবেক্ষণ জানাতে গিয়ে মাহবুব তালুকদার বলেন, এখন ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। এ বিষয়ে সিইসি বলেন, এই কথাগুলো অপ্রাসঙ্গিক কথা। অপ্রচারমূলক কথা। নির্বাচন কমিশনকে অপবাদ দেওয়া কথা। ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই, তাহলে ৭৫ শতাংশ ভোটার কোত্থেকে আসে! টেলিভিশনে দেখিয়েছে, সারিবদ্ধভাবে নারী-পুরুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তাহলে এরা কারা? এরা কি ভোটার নন? সুতরাং উনার কথার কোনো সঙ্গতি নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
৭ মাস, ২ সপ্তাহ আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us