করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ ছিল স্কুল। তারপর ২০২১ সালের শেষদিকে এই রাজ্যের স্কুলগুলি খোলা হয়। তবে আবার নতুন বছর পড়তে না পড়তেই বিপত্তি। করোনার বাড়বাড়ন্তে ফের বন্ধ হল স্কুলের দরজা। পড়াশোনা রক্ষায় ফের একবার হাতিয়ার ইন্টারনেট ও স্মার্টফোন (Smartphone)। অনলাইনে সুরক্ষিত হবে আগামীর ভবিষ্যৎ।
তবে এভাবে ঘণ্টার পর ঘণ্টা মোবাইলের দিকে চোখ রাখলে যে আদতে চোখের ক্ষতি হতে পারে, এমনটাই জানাচ্ছে নতুন এক গবেষণা। এক্ষেত্রে বাচ্চার চোখের উপর পড়ে মারাত্মক চাপ। হতে পারে মাথা ব্যথা (Headache)। এছাড়া কিছু বাচ্চা (Children) অকুলার পেইন অর্থাৎ চোখে ব্যথার সমস্যাতেও আক্রান্ত হতে পারেন। তাই সবাধান।