অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী স্টিভ জবস ২০০৭ সালে প্রথম আইফোন উন্মোচনের পর প্রতিষ্ঠানের শেয়ার মূল্য বেড়েছে প্রায় পাঁচ হাজার ৮০০ শতাংশ।তবে, নিউ ইয়র্কের শেয়ার বাজারে সোমবারের লেনদেন শেষ হওয়ার আগেই শেয়ারের দরপতনে প্রতিষ্ঠানটির বাজার মূল্য নেমে আসে ২.৯৯ ট্রিলিয়ন বা দুই লাখ ৯৯ হাজার কোটি ডলারে।
মহামারী চলাকালীন বিক্রি বেড়েছে ইলেকট্রনিক গ্যাজেট ও প্রযুক্তি পণ্যের; অ্যাপল এই পরিস্থিতি থেকে লাভবান হয়েছে বলে মন্তব্য করেছে বিবিসি।