বাণিজ্য মেলাকে কেন্দ্র করে বাসাভাড়া বেড়ে গেছে মেলার আশপাশের এলাকায়। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীরা জানান, তাঁদের সাধারণ ভাড়ার কয়েক গুণ বেশি বাসাভাড়া গুনতে হচ্ছে। খাবারের দামও বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
এ বছর বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে শেরেবাংলা নগরের পুরোনো ঠিকানা থেকে ২৫ কিলোমিটার দূরে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে। জানা গেছে, দেশি-বিদেশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও কর্মীরা থাকার জন্য আশপাশের গ্রাম এলাকার বিভিন্ন বাসা ভাড়া নিয়েছেন। এসব কর্মী ও স্থানীয় ব্যক্তিরা জানান, এতে সাধারণ সময়ের তুলনায় বাসাভাড়া বেড়েছে চার-পাঁচ গুণ।