বাণিজ্য মেলার পর্দা নামছে আজ

ঢাকা টাইমস প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ০৮:১১

আজ পর্দা নামছে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। মহামারি করোনাভাইরাসের মধ্যেই ১ জানুয়ারি প্রথমবারের মতো পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছিল দেশের বৃহৎ এই মেলা। গত দুই বছর বন্ধ ছিল আন্তর্জাতিক এই আয়োজন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে আজ মেলার ইতি টানা হচ্ছে।


অতীতে জানুয়ারি মাস শেষ হলেও মেলা এক সপ্তাহ বাড়ানো হতো। কিন্তু করোনা সংক্রমণ বাড়ার কারণে এবার মেলা সময়মতো শেষ করছে কর্তৃপক্ষ। এবার প্রথম রাজধানীর বাইরে মেলা হওয়ার কারণে দর্শনার্থী অন্যান্য সময়ের চেয়ে অনেকটা কম হয়েছে। ভবিষ্যতে মেলায় দর্শনার্থী আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন অংশগ্রহণকারীরা।


রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ জানিয়েছেন, অন্যান্য বার মেলা এক সপ্তাহ বেশি সময় চললেও এবার করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সময়মতো শেষ হচ্ছে। আজ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us