দোহাই লাগে, অযথা ঝগড়া করবেন না। লাইন সোজা করে দাঁড়ান। সয়াবিন তেল, চিনি, পিয়াজ ও মশুরের ডালসহ সব মালামালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কমপক্ষে ৩৫০ জনকে দেওয়ার মতো মাল আছে।’ সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ডের অদূরে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) পণ্যবাহী ট্রাকের ডিলার উচ্চস্বরে এসব কথা বলছিলেন।
এসময় টিসিবির ট্রাক থেকে পণ্য কেনার জন্য নারীদের লাইনের সিরিয়াল নিয়ে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি ও উত্তপ্ত বাক্যবিনিময় চলছিল। সে তুলনায় পুরুষদের লাইন সুশৃঙ্খল দেখা যায়। টিসিবি’র ডিলার বলেন, এভাবে বলার পরও নারীরা ঝগড়া থামাচ্ছেন না।