থার্টি ফার্স্ট নাইটে মদপানে শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২২, ২০:১০

রাজশাহীর কাটাখালীতে থার্টি ফার্স্ট নাইটের পিকনিকে অতিরিক্ত মদপানে আছাদুল ইসলাম (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


রোববার (২ জানুয়ারি) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আছাদুল রাজশাহীর কাটাখালীর সমসাদিপুর এলাকার আকালু মণ্ডলের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত ছিলেন।


এদিকে একই ঘটনায় রামেক হাসপাতালে আরও ৯ জনকে ভর্তি করা হয়েছে। এরা হলেন- নগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকার হায়দার আলীর ছেলে মনিরুল ইসলাম (২৫), মো. মন্ডল শেখের ছেলে শাহাদাত হোসেন (২৫), তৈমুর রহমানের ছেলে জাকির হোসেন (২৫), নুরুল ইসলামের ছেলে তাশিক ইসলাম (৩২), আব্দুস সাত্তারের ছেলে মিন্টু মিয়া (২৬), এরশাদ আলীর ছেলে ভাবলু (২৭), সাদেক আলীর ছেলে নাসির উদ্দিন (৩০), লালচান মিয়ার ছেলে মো. মিঠু (৩২) এবং কাটাখালী থানার সমসাদিপুর এলাকার রমজান আলীর ছেলে মো. পারভেজ (২২)। এরা সবাই থার্টি ফার্স্ট নাইটে মদ্যপান করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us