বিশ্ব অর্থনীতিতে সাব-সাহারান আফ্রিকার দেশগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আভাস পাওয়া যাচ্ছে, ২০২২ সালেও নজরে থাকবে এই অঞ্চলের দেশগুলো। বিশ্বের বেশিরভাগ দেশের বিপরীতে এসব দেশের প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। যদিও ২০২১ সাল জুড়ে কিছু কিছু জায়গায় সহিংসতার কারণে পরিস্থিতি উত্তপ্ত ছিল।
করোনা মহামারি মোকাবিলায় গোটা বিশ্বের মানুষ যখন টিকার দুই ডোজ সম্পন্ন করার স্বস্তি পাচ্ছে তখন ২০২১ সালের অক্টোবর পর্যন্ত আফ্রিকায় টিকা পেয়েছেন মাত্র ৫ শতাংশ মানুষ। সুতরাং বিশ্বের অন্যান্য অঞ্চলে যখন প্রকৃতিগতভাবে করোনা সংক্রমণ কমবে তখন বিভিন্ন খাতে উন্নয়নে আফ্রিকার নিজেদের অনেক সুযোগ তৈরি এবং সম্ভাবনা রয়েছে।