চলতি বছর গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে যে ১০ বিষয়ে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ১১:৪৫

শেষ হতে চলল আরেকটি বছর। বছরটি কেটে গেছে করোনাকে সঙ্গে নিয়েই। করোনার এ সময়ে বিশ্বজুড়ে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। গত বছরও এমনটা দেখা গেছে। কিন্তু ২০২১ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে কোন কোন বিষয়, তা কি জানেন? চলতি বছর গুগলে যে ১০টি বিষয় সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে, সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক।


১. অস্ট্রেলিয়া বনাম ভারত – গৃহবন্দি মানুষ চলতি বছরে ক্রিকেট নিয়ে মেতে ছিলেন। ২০২১ সালে বিশ্বজুড়ে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে অস্ট্রেলিয়া বনাম ভারত। এ বছরের ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছে এটিই।


২. ভারত বনাম ইংল্যান্ড –  দ্বিতীয় ট্রেন্ডিং টপিক হিসেবে স্থান পেয়েছে ভারত বনাম ইংল্যান্ড ক্রিকেট ম্যাচ।


৩. আইপিএল – তালিকায় সার্চে তিন নম্বরে রয়েছে আইপিএল। গতবারের মতো এ বছরও আইপিএল নিয়ে মানুষের উন্মাদনা লক্ষ্য করা গেছে। তারই নিরিখে ২০২১ সালে গুগল সার্চ টপিকে তিন নম্বর হিসেবে আইপিএল জায়গা করে নিয়েছে।


৪. এনবিএ – গুগল সার্চে ট্রেন্ডিং হিসেবে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে এনবিএ (বাস্কেটবল টুর্নামেন্ট)।


৫. ইউরো ২০২১ – ক্রিকেট এবং বাস্কেটবলের পর ফুটবলেই বিশ্বের মানুষ সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছেন। সে কারণেই ইউরো ২০২১ চলতি বছরের হট ট্রেন্ডিং টপিক হিসেবে উঠে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us