রাত পোহালেই আরেকটি নতুন বছর। সহজাতভাবে মানুষ আশা করে নতুন দিন হয়তো আরেকটু ভালো যাবে। কিন্তু করোনার তাণ্ডবে এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত রোধে বিশ্বব্যবস্থা যে ভঙ্গুরতা ও দুর্বলতার পরিচয় দিয়েছে তাতে বৈশ্বিক অঙ্গনে ভালো কিছু আশা করা ক্রমেই দুরাশা হয়ে যাচ্ছে। ফিলিস্তিন সংকট সমাধানের পথ প্রায় রুদ্ধ। ফিলিস্তিনবাসীর সীমাহীন নির্যাতন ও অধিকারহীনতাকে উপজীব্য করে ইসলামিস্ট উগ্রবাদীগোষ্ঠী বিশ্বব্যাপী মুসলিম যুবকদের সশস্ত্র জঙ্গিবাদে ভেড়াচ্ছে। উত্তর ও পশ্চিম আফ্রিকার দেশ মালি, নাইজার, বুরকিনা ফাসো ও নাইজেরিয়ায় আইএস আল-কায়েদা অনুসৃত জঙ্গিগোষ্ঠীর সশস্ত্র তত্পরতায় অনবরত রক্তক্ষরণ হচ্ছে, যার ফলে সেসব দেশে জঙ্গিবিরুদ্ধ সামরিক অভিযানে যোগ দিয়েছে ফ্রান্সের সেনাবাহিনী। তাতে সংকট বাড়ছে বৈ কমছে না। কারণ ওই সব দেশের মানুষ তাতে ফ্রান্সের ঔপনিবেশিক যুগের গন্ধ পাচ্ছে। আলশাবাব জঙ্গিগোষ্ঠীর সশস্ত্র তত্পরতায় সোমালিয়াসহ পার্শ্ববর্তী কেনিয়া ও তানজানিয়ায় প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে।