নতুন বছরে নিজেদের সেবা আরও উন্নত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ইনস্টাগ্রাম। আগামী বছর এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে, এর বেশ কিছু ফিচারকে আরও উন্নত করা। তবে বেশি জোর দেওয়া হবে ভিডিওর ওপর। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি গতকাল মঙ্গলবার এক ঘোষণায় এ কথা জানিয়েছেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে , ২০২১ সালে সংবেদনশীল কনটেন্ট নিয়ন্ত্রণের ওপর বেশি জোর দিয়েছে ইনস্টাগ্রাম। সরিয়ে ফেলা হয়েছে লাইক কাউন্ট। শুধু তাই নয়, কিশোর বয়সের ব্যবহারকারীদের নিরাপত্তায় তাদের সরাসরি বার্তা পাঠানোর ওপর আনা হয়েছে নিষেধাজ্ঞা। আগামী বছর এই প্ল্যাটফর্মে এর রিল ফিচারকে ঘিরে সমস্ত ভিডিও ফরম্যাট উন্নত করার পরিকল্পনা করছে।