বিশ্বে আগে কখনো এই ধরনের সংকট আসেনি। একসঙ্গে এত প্রজাতির প্রাণী বিপদগ্রস্ত হয়নি। এই বিপদের মূল কারণ হলো জলবায়ু পরিবর্তন। ওয়ার্ল্ড ওয়াইডলাইফ ফান্ড(ডাব্লিউডাব্লিউএফ)-এর জার্মান শাখা এই বিপদের কথা শুনিয়েছে। তারা একটি তালিকা প্রকাশ করেছে, তার নাম ২০২১ সালের বিজয়ী ও পরাজিতরা। সেখানেই বলা হয়েছে, প্রাণীসংরক্ষণের দিক থেকে কারা জয়ী, কারা বিপদের মুখে।