শীতে বেড়েছে মশার উৎপাত। আর মশা দূর করতে কয়েল, অ্যারোসোল বা অন্য কোনো স্প্রে ব্যবহার করেন অনেকেই। তবে অনেকেই আবার স্প্রে ও কয়েলের গন্ধ সহ্য করতে পারেন না। এ ছাড়া রাসায়নিক ব্যবহার স্বাস্থ্যকরও নয়। শরীরের ওপর সেগুলোর কিছু খারাপ প্রভাবও আছে। তবে প্রাকৃতিক উপায়েই তাড়ানো যায় মশা। এমন কয়েকটি গাছ রয়েছে, যা বাড়িতে লাগালে তার গন্ধে মশা পালাবে। গাছগুলো হলো-
গাঁদা
শুধু ফুলের কারণে নয়, এ গাছ বাগানে রাখার অন্য একটা বড় কারণও আছে। গাঁদার গন্ধে মশাসহ বহু পোকামাকড় পালায়। বাগানে বা বারান্দায় এ গাছ থাকলে, সেই পথ দিয়ে মশা ঢুকতে চায় না।