পিয়ন, গাড়িচালক ও নিরাপত্তারক্ষীর শূন্য মাত্র ১৫টি পদের জন্য আবেদন করেছেন প্রায় ১১ হাজার প্রার্থী। ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঘটেছে এমন ঘটনা। গত শনি ও রোববার ওই পদের জন্য পরীক্ষা হয়েছে। শুধু মধ্যপ্রদেশ থেকেই নয় এই পরীক্ষায় অংশ নিতে পার্শ্ববর্তী উত্তর প্রদেশ থেকেও অনেকে অংশ নিতে এসেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সম্প্রতি পিয়ন, গাড়িচালক ও নিরাপত্তারক্ষী পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত শনি ও রোববার সেই পদে আবেদন ও পরীক্ষা দিতেই ভিড় জমান প্রায় ১১ হাজার বেকার যুবক-যুবতী। পিয়ন পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পাস চাওয়া হলেও স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, এমবিএ, ইঞ্জিনিয়ারিং পাস, এমনকি আইন পাস ও বিচারক পদে নিয়োগ হওয়ার অপেক্ষায় থাকা ব্যক্তিরাও আবেদন করেছেন।