নির্বাচনের ফলাফল পাল্টে ঘোষণার অভিযোগে মেম্বার প্রার্থীর সংবাদ সম্মেলনে

ঢাকা টাইমস প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ১১:৫৮

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের এক মেম্বার পদ প্রার্থী সংবাদ সম্মেলন করে নির্বাচনী ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ করেছেন।


নির্বাচনের দিন রাত সাড়ে ১০টায় স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তা কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন দাদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোরগ প্রতীকের প্রার্থী মো. অলিয়ার মোল্যা।


অভিযোগে জানা যায়, দাদপুর ইউনিয়নের পূর্ব ভাটদি দাখিল মাদ্রাসা কেন্দ্রে প্রাথমিক ভোট গণনা শেষ করেন। পরে পোলিং এজেন্টদের জানানো হয় মো. অলিয়ার মোল্যা ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (ওয়ার্ড মেম্বার) পদে মোরগ প্রতীক নিয়ে ২৩৭ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিলন ফকির টিউবওয়েল প্রতীক নিয়ে ২১৭ ভোট পেয়েছেন।


আনুষঙ্গিক কাজ শেষে চুড়ান্ত ফলাফল ঘোষণা তালিকায় দেখানো হয় অলিয়ার মোল্যা পেয়েছেন ২৩৭ ভোট, আর মিলন ফকির পেয়েছেন ২৪১ ভোট। এ সময় মোরগ প্রতীকের পোলিং এজেন্ট তাছের মোল্যা ভোট পুনঃগননার দাবি জানালেও তার কথায় কর্ণপাত করেনি ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌমেন্দ্রনাথ রায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

চারজনের পরিচয় মিলেছে

কালের কণ্ঠ | সাতকানিয়া
২ বছর, ৯ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us