প্রাণহীন নির্বাচনে ঘটছে একের পর এক প্রাণহানি। এবারের ইউপি নির্বাচনে সহিংসতা নিয়ে উদ্বিগ্ন নাগরিক সমাজ। মূলত ক্ষমতাসীন দলের প্রার্থী ও বিদ্রোহীদের প্রতিদ্বন্দ্বিতায় নাকাল তৃণমূল পর্যায়ের এ নির্বাচন। এ ছাড়া এলাকার প্রভাবশালী প্রার্থীরাও মাঠ ছাড়তে রাজি নন। অনিবার্য হয়ে পড়ছে সহিংসতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ভূমিকাই রাখতে পারছে না নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। ফলে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষকে। সহিংসতার পর গ্রেপ্তার–আতঙ্কে গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ার ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এ কারণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় থানা ঘেরাও কর্মসূচিও পালন করেছে মানুষ।