সংসার পাননি, বিয়েটাও স্বীকার করতে চাননি স্বামী। এ অবস্থায় দীর্ঘ ১৪ বছর বিউটি বেগম (৪২) নামের এক নারী স্বামীর পরিচয় নিশ্চিত করতে আইনি লড়াই চালিয়ে যান। এই দীর্ঘ ১৪ বছরে তিনি কখনো পোশাক কারখানায় আবার কখনো ভাইয়ের বাড়িতে সেলাইয়ের কাজ করে জীবন চালিয়েছেন।
অবশেষে আদালতের মাধ্যমে বিউটি পেলেন স্বামীর স্বীকৃতি। গত ২৬ অক্টোবর ঝিনাইদহের কালীগঞ্জ পারিবারিক আদালতের বিচারক মো. ফরিদুজ্জামানের দেওয়া রায়ে স্বামীর স্বীকৃতির পাশাপাশি দেনমোহর ও ভরণপোষণ বাবদ ৪ লাখ ৪৮ হাজার ৯৩৯ টাকা দিতে বিবাদীকে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া ভরণপোষণের জন্য প্রতি ইংরেজি মাসের ৭ তারিখের মধ্যে আগের মাসের ভরণপোষণ বাবদ ওই নারীকে আরও দুই হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায়ের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তা কার্যকর করতে বিবাদীকে নির্দেশ দিয়েছেন আদালত।