ওমিক্রন, বুস্টার ডোজ ও টিকা সমতা

সমকাল ডা. মুশতাক হোসেন প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ১১:০৪

দেশের বড় অংশের মানুষকে টিকার বাইরে রেখে শুরু হয়েছে বুস্টার ডোজ- বিভিন্ন মহলে এ নিয়ে কথা উঠেছে। একই সঙ্গে এখন পর্যন্ত যারা টিকার আওতায় আসতে পারেননি, তাদের মধ্যে ক্ষোভ সঞ্চারের খবরও সংবাদমাধ্যমেই উঠে এসেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর উদ্যোগ নিয়েছে, করোনা প্রতিরোধে নিয়মিত গণটিকার পাশাপাশি বুস্টার ডোজও চলবে সমানতালে। ইতোমধ্যে যারা দুই ডোজ টিকা নিয়েছেন, নতুন করে তাদের আর রেজিস্ট্রেশন করতে হবে না। তাদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে বুস্টার ডোজ নেওয়ার খুদেবার্তা পৌঁছে যাবে। করোনা সংক্রমণের প্রায় ২১ মাস পর আমরা এর ধরন পরিবর্তনের ফের বার্তা পেলাম। নতুন ধরন 'ওমিক্রন' ইতোমধ্যে অনেক দেশেই ছড়িয়ে পড়েছে।



টিকা পাওয়ার উপযোগী সবাইকে এর আওতায় নিয়ে আসা হবে- এ প্রতিশ্রুতি-অঙ্গীকার রয়েছে। আমরা সেখান থেকে সরে এসেছি তা বলব না। কিন্তু টিকার আওতায় সবাইকে না নিয়ে আসার আগেই বুস্টার ডোজ শুরু করা নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে তা উড়িয়ে দেওয়ার অবকাশ নেই। টিকাদানে আমরা যেহেতু লক্ষ্যমাত্রার অর্ধেকও এখন পর্যন্ত পূরণ করতে পারিনি, এমতাবস্থায় বুস্টার ডোজ কার্যক্রম শুরু করা নিয়ে টিকার সমতার বিষয়ে প্রশ্ন দাঁড়িয়েছে। করোনার নতুন ধরন যখন বিশ্বের অনেক দেশে, এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতেও চোখ রাঙাচ্ছে, তখনও আমাদের দেশে টিকাগ্রহীতার সংখ্যা কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে দূরে। টিকা নিতে মানুষকে উদ্বুদ্ধকরণের জন্য আমাদের আরও কিছু উদ্যোগ নিয়ে এ ক্ষেত্রে গতিশীলতা আনায় জোর দেওয়া জরুরি ছিল। যারা একেবারেই টিকার আওতায় আসেননি, তাদের অনেকেই প্রক্রিয়াগত জটিলতায় পড়ে তা পারেননি বা পারছেন না, এমন কথাও শোনা যাচ্ছে। বিদ্যমান সব জটিলতা দূর করে সবাইকে টিকার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ব্যাপক ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে আমাদের এগোতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us