কক্সবাজারে স্বামী ও আট মাসের সন্তানকে জিন্মি করে হত্যার হুমকি দিয়ে এক নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেল জিয়া গেস্ট ইনের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিনকেও জিজ্ঞাজাসাবাদের জন্য আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রাতেই একটি হোটেল থেকে ভুক্তভোগী ওই পর্যটক নারীকে উদ্ধার করেছে র্যাব। র্যাবের দাবি, জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।