সম্প্রতি কক্সবাজারে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, চুরি-ছিনতাই, প্রতারক চক্রের উৎপাত এবং নানাবিধ অপরাধ কর্মকাণ্ডের ঘটনা ঘটে। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ধর্ষকদের সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় নিরাপত্তার ইস্যুতে অনেকেই এখন কক্সবাজার বর্জনের ঘোষণা দিচ্ছেন। তবে কক্সবাজার বর্জন না করে কীভাবে নারী পর্যটকসহ অন্যান্য পর্যটকদের জন্য অধিক নিরাপদ ও সুরক্ষিত পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় তার উপর গুরুত্ব আরোপ করা দরকার।
অপার সম্ভাবনার বাংলাদেশে পর্যটনের অন্যতম শহর কক্সবাজার। যার দিগন্ত জুড়ে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। সমুদ্রের সৌন্দর্য ও সূর্যাস্ত অবলোকন করার জন্য প্রতি বছর লাখ লাখ দেশি ও বিদেশি পর্যটকদের ঢল নামে শীতকালে (নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত)।