জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা রাজধানীর ইসলামপুরে ক্লাসিক্যাল হোমটেক্স ইন্ডাটিজ লিমিটেডে অভিযান চালিয়েছে। এতে প্রাথমিকভাবে দেখা যায়, প্রতিষ্ঠানটি ১৪১ কোটি টাকার ভ্যাটযোগ্য বিক্রয় মূল্য গোপন করেছে। এই গোপন করা বিক্রয়মূল্যে প্রায় ৬ কোটি টাকা ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে। নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদে জানা যায়- ক্লাসিক্যাল হোমটেক্স ইন্ডাটিজ লিমিটেড প্রকৃত সেবার তথ্য বিক্রি গোপন করে চালান ব্যতীত সেবা সরবরাহ করে দীর্ঘদিন ধরে সরকারের বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি দিয়ে আসছে। এই খবরের প্রাথমিক সত্যতা পাওয়ার পরিপ্রেক্ষিতে সংস্থার উপ-পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে গত ২৪ নভেম্বর প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। অভিযানে গোয়েন্দা দল দেখতে পায়- প্রতিষ্ঠানটি প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে ঢাকা দক্ষিণ কমিশনারেটের আওতাধীন কোতয়ালী বিভাগের আরমানিটোলা ভ্যাট সার্কেলে কম রাজস্ব পরিশোধ করেছে।