আফ্রিকার দেশ মাদাগাস্কারের উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। দেশটির মেরিটাইম কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার শিকার হওয়া নৌকাটিতে ১৩৮ জন যাত্রী ছিল। তাদের মধ্যে থেকে মাত্র ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। জানা গেছে, কাঠের তৈরি নৌকাটিতে যাত্রী পরিবহনের অনুমোদন ছিল না। দেশটির আন্তসেরাকা গ্রাম থেকে দক্ষিণে প্রায় ১০০ কিলোমিটার দূরে সোনিয়ারানা-ইভঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করেছিল নৌকাটি।
দেশটির রিভার অ্যান্ড মেরিটাইম পোর্ট এজেন্সি (এপিএমএফ) প্রাথমিক তদন্তের মাধ্যমে জানিয়েছে, নৌকাটির ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যা ছিল। সোনিয়েরানা-ইভঙ্গোর লে ফুমেট হোটেলের পরিচালনাকারী জোসেলিন কালো বলেন, স্থানীয় কবরস্থানটি খুব ছোট। তাই আশপাশের গ্রামে কিছু মরদেহ পাঠানো হচ্ছে। স্থানীয় মেয়র আলবান মেনাভোলো বলেন, আমি ৩৯টি মরদেহ ট্রাকে করে গ্রামে নিয়ে যেতে সাহায্য করেছি।