অর্থ আত্মসাত: সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১৭:৫৯

সমাজ সেবা অধিদপ্তরের ২৮ প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেড় কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগে এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। নোয়াখালীর হাতিয়া উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের বিরুদ্ধে বুধবার এ মামলা দায়ের করা হয় বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান।দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে কমিশনের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।


তৌহিদুল বর্তমানে ঢাকার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে কর্মরত।মামলার এজাহারে বলা হয়, ‘অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে’ নোয়াখালীতে বাস্তবায়ন করা ২৮টি প্রকল্প থেকে সরকারের এক কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকা ‘আত্মসাৎ করে স্থানান্তর ও হস্তান্তর করেছেন’ তৌহিদুল। তদন্তে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us