ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণের মধ্যে সেদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশ করতে দিচ্ছে না।মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মোহাম্মদ রাজু একথা জানান।তিনি বলেন, “করোনাভাইরাসের নতুন ‘ভ্যারিয়েন্ট’ ওমিক্রন ঠেকাতে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্টুডেন্ট ভিসায় কাউকে না পাঠাতে মৌখিকভাবে আমাদের জানিয়েছে।” ওমিক্রন: বেনাপোল চেকপোস্ট ও বন্দরে সতর্কতা পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ভারতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশে এই নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশে অধ্যায়নরত ভারতীয়দের যাতায়াতে কোনো প্রতিবন্ধকতা নেই, বলেন রাজু।