রাজধানীর মৌচাক-মগবাজার ফ্লাইওভারে ৪০০ লাইট থাকলেও আলো নেই ৩০০ এর বেশি লাইটে। ফলে রাতের বেলা অন্ধকারেই থাকে ফ্লাইওভারটি। বাতিগুলো অকেজো হয়ে থাকলেও এখনো নেই কোন দৃশ্যমান পদক্ষেপ। ফলে একদিকে বাড়ছে দুর্ঘটনা অন্যদিকে ছিনতাই আর মাদকসেবীদের দৌরাত্ম্য। অন্যদিকে রাতে আলো না থাকায় সিসি-ক্যামেরাও এক রকম অকেজো।
রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, শুরুর দিকে বাতিগুলো সচল ছিল। তবে বর্তমানে অচলাবস্থা নিয়ে অবগত আছেন। বাতিগুলো আবারো সচল করার কার্যক্রম অব্যাহত আছে। এবং দ্রুত সময়ের মধ্যে আলো জ্বলবে।