বিগত ৫০ বছর যাবৎ মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনায় কোনও আগ্রহ ছিল না পাকিস্তানের। দেশটি তার পাঠ্যবইয়ে বাংলাদেশের জন্মকে ভারতের ষড়যন্ত্র হিসেবে অ্যাখ্যা দিয়ে নিজেদের দায়িত্ব পালন করেছে। কিন্তু সম্প্রতি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকিস্তানের দেশপ্রেমিক’ হিসেবে অ্যাখ্যায়িত করে নতুন প্রচারণায় নেমেছে পাকিস্তান। বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের এই রূপ পরিবর্তনের কারণ কী?
২০০১ সালে জামায়াত বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ ও তার নেতৃত্বে থাকা শেখ হাসিনাকে চিরতর শেষ করে দেওয়ার প্রকল্প হাতে নেয় পাকিস্তান। বিষয়টি কারো অজানা নয়। বাংলাদেশের বুকে খুব সম্ভবত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবচাইতে বড় শত্রু মনে করে এসেছে দেশটি। ১৯৭১ সালে ৯৩ হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণের কলঙ্কিত স্মৃতির জন্য খুব সম্ভবত ভারতের পর সবচাইতে বেশি পাকিস্তান দায়ী করে বাংলাদেশের স্বাধীনতা এনে দেওয়া শেখ মুজিবুর রহমান ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে।