কেমন হবে শীতের সাজগোজ?

কালের কণ্ঠ প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ০৯:০৩

দাপুটে উপস্থিতির জানান দিচ্ছে শীত। বদলে যাচ্ছে মেকআপও। এখন দিন আর রাতে হালকা কিংবা ভারী— আধিপত্য খাটাবে দুই টোনের সাজই। এ বছর শীত মেকআপে থাকবে কিছু চমকও। জমকালো আর উজ্জ্বল রং আসবে, তাই বলে হারিয়ে যাবে না মুখের সতেজ ভাব। রুপ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন জিনাত জোয়ার্দার রিপা।


লিপস্টিক আর গয়নায় অনন্য মানানসই লিপস্টিক গত দুই বছরের মতো ম্যাট লিপস্টিক এবারও নিজের জোরালো স্থায়িত্ব বজায় রাখবে। তবে চকচকে ভাব আনতে লিপস্টিকে যোগ হবে গ্লসি টোন। সেটাও এমন হবে যেন দীর্ঘ সময় ঠোঁটে থেকে যায়। খুব গাঢ় নয়, বরং গাঢ় রংগুলোর হালকা শেড দেখা যাবে। হালকা রংগুলো সাধারণত গরমের সময় দেখা যায় বেশি। শীতেও এবার ঠোঁটের সঙ্গী হয়ে থাকবে এগুলো। গয়না হালকা ও ভারী ব্যক্তির রুচি ও পছন্দ এবং পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে বেছে নেওয়া হবে গয়না—জানালেন শোভন মেকওভারের রূপ বিশেষজ্ঞ শোভন সাহা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us