বুয়েটের শিক্ষার্থীরা কেন ইউকসু নির্বাচন চান না?

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ২০:৪৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) নিষিদ্ধ আছে ছাত্র-শিক্ষক রাজনীতি। ২০ বছর ধরে অকার্যকর কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইউকসু)। এই সময়ে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে ছাত্র সংসদ চালুর প্রয়োজন রয়েছে, এমন দাবি কারো কারো থাকলেও বুয়েটের শিক্ষার্থীদের অনেকেই নির্বাচন চান না।


সম্প্রতি দ্য ডেইলি স্টার বুয়েটের বিভিন্ন বিভাগের অন্তত ১০ জন ক্লাস প্রতিনিধির (সিআর) সঙ্গে কথা বলেছে। তাদের সবাই জানান, তাদের ক্লাসের অন্যান্য শিক্ষার্থীরাও এ মুহূর্তে নির্বাচন পক্ষে না। আবরার হত্যার বিচার দাবিতে হওয়া আন্দোলনে সামনের সারিতে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন এ প্রতিবেদক। তারাও নির্বাচনের বিপক্ষে মত দেন।


বুয়েটের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা অবশ্যই প্রয়োজন। কারণ শিক্ষার্থীরাই তো আগামীতে দেশ পরিচালনায় নেতৃত্ব দিবে। তাদের মধ্যে যাতে পরমতসহিষ্ণুতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধাবোধ দেখানোর মূল্যবোধ তৈরি হয়, সেই সুযোগ থাকা জরুরি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us