ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চান্স পেয়েও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত পঞ্চগড়ের গরিব মেধাবী শিক্ষার্থী মাসুদুল আলম মারুফের পাশে দাঁড়িয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য জেলা প্রশাসক (ডিসি) জহরুল ইসলাম আর্থিক সহায়তা প্রদান করেছেন।
মাসুদুল আলম মারুফ ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ১৭৭২তম হয়ে ‘যোগাযোগ বৈকল্য’ বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে টাকার অভাবে তার ভর্তি অনিশ্চিত ছিল।
জানা যায়, মাসুদুল আলম মারুফ জেলা শহরের রামের ডাঙা এলাকার জাফর ইকবাল-মকছেদা খাতুন দম্পতির বড় ছেলে। ছোট বেলা থেকেই মারুফ মেধাবী। পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬৭ পেয়ে তিনি উত্তীর্ণ হন। ২০২০ সালে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পান। তিন ভাইয়ের মধ্যে মারুফ বড়। তার মোজো ভাই মাহামুদ আলম মামান পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে এবং ছোট ভাই লওহে মাহফুজ মুহিবের বয়স ৫ বছর।