ব্রিটিশ কোম্পানির সঙ্গে নাকে ব্যবহারের টিকা বানাবে ইনসেপ্টা

ফিনান্সিয়াল এক্সপ্রেস প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ০৯:৫৭

নাকে ব্যবহার উপযোগী করোনাভাইরাসের টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছে দেশি কোম্পানি ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড; সঙ্গে থাকবে ব্রিটিশ বায়োমেডিকেল কোম্পানি ভিরাকর্প। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। টিকা তৈরির বিষয়ে যুক্তরাজ্যের কোম্পানিটির সঙ্গে চুক্তি সই হওয়ার কথা জানিয়েছেন ইনসেপটা ভ্যাকসিন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।


শনিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন গবেষণা করে ‘মেটেরিয়ালটা’ বানাব। এরপর ক্লিনিক্যাল ট্রায়াল হবে। আপাতত এটুকুই আপডেট।” এ টিকা উৎপাদনের যৌথ উদ্যোগের খবর দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে ইনসেপ্টা ভ্যাকসিন। ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট ও ভিরাকর্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মুনিরের গবেষণার উপর ভিত্তি করে এ টিকা তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us