অনিয়ম ও দুর্নীতির দায়ে অভিযুক্তদের নতুন পদ সৃষ্টি করে আবার নিয়োগ দিয়েই শুরু হলো বিনা মূল্যে সোলার বিতরণ প্রকল্পের কাজ। সরকার থেকে বিনা মূল্যে বলা হলেও সোলার প্যানেল দেয়া হচ্ছে টাকার বিনিময়ে। এমনটিই ঘটেছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপন প্রকল্পে।
অভিযোগ উঠেছে, চলতি অর্থবছরে পার্বত্যাঞ্চলে বিনা মূল্যে সোলার প্যানেল স্থাপন প্রকল্পে কোনো পদ না থাকলেও মন্ত্রণালয়ে তদবিরের মাধ্যমে তিন জেলায় কনসালট্যান্ট পদ বানিয়ে সাতজনকে নিয়োগ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
রাঙ্গামাটির সোলার প্যানেল প্রকল্পের টেকনিক্যাল অফিসার লিটন চাকমা, প্রকল্প সমন্বয়ক হাসান শাহরিয়ার, বান্দরবানের আশুতোষ চাকমা ও খাগড়াছড়ির কামাল উদ্দিন– এ চারজনের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।