যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবং ভ্রমণের সময় ও খরচ কমাতে সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) নেটওয়ার্কের অধীনে প্রায় ৫০টি বড় সেতু নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। প্রথম ধাপে নির্মাণের জন্য ১৫টি সেতু নির্বাচন করা হয়েছে। সেগুলোর সম্ভাব্যতা সমীক্ষা যাচাই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সওজ সূত্র জানিয়েছে, সেতুর নির্মাণ ব্যয় এবং প্রকল্পের ভৌত কাজের উদ্বোধন নির্ভর করছে সম্ভাব্যতা সমীক্ষা ও তহবিল ব্যবস্থাপনার উপর।
সওজ কর্মকর্তারা আরও বলেছেন, ১৫টি সেতু নির্মাণে ৮ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। সময় মতো তহবিল সংগ্রহ করা গেলে ২ থেকে ৩ বছরের মধ্যে কাজ শুরু হতে পারে। বাকি ৩৫টি সেতুর নির্মাণ কাজ পরবর্তী ধাপে করা হবে। বর্তমানে সওজ নেটওয়ার্কের অধীনে সারা দেশে ২২ হাজার ৪২৮ কিলোমিটার রাস্তা, ৪ হাজার ২৯৭টি সেতু এবং ১৫ হাজার ৪৮টি কালভার্ট অন্তর্ভুক্ত।