এলিট ফোর্স র্যাব এবং প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টিকে বাংলাদেশের খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দুই শিক্ষক। ঢাকার লবিং দুর্বলতা দেখলেও তারা বলছেন, এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রকেই ব্যাকফুটে ফেলে দেবে।
গত ১০ ডিসেম্বর র্যাব এবং সংস্থাটির বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়। ওই নিষেধাজ্ঞার পরই দেশের বিভিন্ন মহল তীব্র প্রতিক্রিয়া দেখায়। পাশাপাশি নিষেধাজ্ঞার বিষয়টি দেশের জনগণ ভালোভাবে নেয়নি বলেও মার্কিন সরকারকে জানানো হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।