বিরাট কোহলি যখন সেপ্টেম্বরে হঠাৎ ঘোষণা করেন যে, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর পরে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন না, তখন থেকেই যেন ব্লু প্রিন্ট তৈরি হচ্ছিল। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা তখন থেকেই রোহিত শর্মাকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ভাবতে শুরু করেছিলেন। এরপর হিটম্যানের নাম অধিনায়ক হিসাবে ঘোষণা করতে বেশি সময় লাগায়নি সৌরভ অ্যান্ড কোম্পানি।
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় টেস্ট দল ঘোষণা করার সময় বিরাট কোহলির পরিবর্তে রোহিত শর্মার নাম ঘোষণা করা হয়। বড় ধাক্কা খান বিরাট। কারণ বোর্ড বিরাট কোহলির কাছ থেকে ওডিআই অধিনায়কত্ব কেড়ে নেয়। নেতৃত্ব বদল করে রোহিত শর্মাকে একদিনের ক্রিকেটে অধিনায়ক করে বিসিসিআই।