লাল-সবুজে সেজেছে সচিবালয়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ২১:০৫

বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয়। দিনটিকে কেন্দ্র করে লাল-সবুজ আলোয় সেজেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, সচিবালয়ে অবস্থিত বিভিন্ন ভবনে লাল-সবুজসহ নানা রঙের বাতি লাগানো হয়েছে। সচিবালয় ছাড়াও দেশজুড়ে বিভিন্ন সড়ক, স্থাপনা ও ভবন লাল-সবুজসহ নানা রঙের বাতিতে সাজানো হয়েছে। শুধু সরকারি স্থাপনাই নয়, ব্যক্তিগত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোও শামিল হয়েছে আলোর এ উদযাপনে। 


মনকাড়া এমন আলোকসজ্জায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছে। এতে মুগ্ধ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে! ১৬ ডিসেম্বর বাঙালির বীরত্বের ইতিহাস। ৩০ লাখ শহীদের বিনিময়ে এ দিনে আমরা পেয়েছি বিজয়। একপ্রহর পর জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের সর্বস্তরের মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us