বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আমরা উন্নয়নশীল দেশ হয়েছি, উন্নয়নের চ্যালেঞ্জ নিতে হবে। তাই বলে গণতন্ত্র বাদ দিয়ে নয়। আমাদের মনে রাখতে হবে উন্নয়ন মানেই গণতন্ত্র নয়। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, বিকশিত করতে হবে। উন্নয়ন আর গণতন্ত্র হাত ধরাধরি করে এগিয়ে যাবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মেনন বলেন, আমরা স্বীকার করি বাংলাদেশ ৫০ বছরে উন্নয়নশীল দেশ হয়েছে। এজন্য আমরা গর্ব করি। কিন্তু এ উন্নয়নের ধারায় সাধারণ জনগণ কোথায়। জাতীয় আয় ৪৪ শতাংশ বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে। অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি, কিন্তু জনগণ এর সুফল পায়নি। জনগণকে এ উন্নয়নের সুফল পৌঁছে দিতে আবার লড়াই করতে হবে। এ লড়াই করবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কর্মীরা।