ভারতের সোনার দাম সংযুক্ত আরব আমিরাতের চেয়ে কম, সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এই কথা ওঠার পর আমিরাতের সোনা ব্যবসায়ীরা বলেছেন, কোনোভাবেই না। এই দাবির সপক্ষে তাঁদের অবস্থান বেশ জোরালো।
সম্প্রতি ভারতে সোনা আমদানির শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশে নামিয়ে আনা হয়েছে। কিন্তু আরব আমিরাতের কাঞ্জ জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক অনিল ধানাক বলেছেন, এতে দুবাই ও ভারতের বাজারে সোনার দামের ব্যবধান সামান্য কমেছে। খবর গালফ নিউজ
এই পার্থক্য সত্ত্বেও আরব আমিরাতে সোনার দাম এখনো ভারতের চেয়ে কম। ফলে আমিরাতে সোনা কিনলে ভোক্তাদের এখনো সাশ্রয় হচ্ছে। এ ছাড়া দুবাইয়ের বাজারে সোনা কিনলে পর্যটকেরা কর অব্যাহতির সুবিধা পান। সে কারণে দুবাইয়ের বাজার থেকে সোনা কেনা আরও বেশি লাভজনক।