দেশপ্রেমের দীক্ষা জরুরি

সমকাল সাজ্জাদ কাদির প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ১৬:২০

প্রায় দুই বছর হতে চলল করোনা মহামারিতে বিশ্ব নাস্তানাবুদ। তবে আশার কথা, করোনা প্রতিরোধী ভ্যাকসিন এসেছে আরও আগেই। বিশ্বের দেশে দেশে ভ্যাকসিনের প্রয়োগ চলছে। তাতে মানুষ কিছুটা হলেও নিরাপত্তা এবং স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। কিন্তু ভ্যাকসিন প্রয়োগের পরও এখনও বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট চোখ রাঙাচ্ছে। আমরা যে মুহূর্তে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি তখন যা ঘটে গেল তা সত্যিই দুঃখজনক। স্বাধীনতার ৫০ বছরেও আমাদের জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশকে আমরা দেশপ্রেমে উজ্জীবিত করতে পারিনি।


মিরপুরের একাডেমি মাঠে ১৫ ও ১৬ নভেম্বর অনুশীলনস্থলে সফররত পাকিস্তান ক্রিকেট দলের জাতীয় পতাকা উড়িয়ে বিতর্কিত অনুশীলন করাটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি কিংবা ইসলামাবাদ নয়, স্বাধীন বাংলার মিরপুর। সেই মিরপুর, একাত্তরে যেখানে নিরীহ বাঙালিদের ওপর গণহত্যায় উন্মত্ত হয়ে উঠেছিল পাকিস্তানি সেনারা। সেই মিরপুরে উড়ল পাকিস্তানের পতাকা, তাও কোনো যৌক্তিক কারণ ছাড়াই। আইসিসির নিয়মানুসারে কোনো ইভেন্ট কিংবা দ্বিপক্ষীয় সিরিজ চলাকালে দুই দেশের পতাকা উড়তেই পারে। তবে পাকিস্তানের ক্রিকেটারদের অনুশীলনেই সেটা কেন এককভাবে উড়াতে হলো?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us