বরিশালের হিজলা উপজেলার ক্ষুন্না-গোবিন্দপুর গ্রামেই আসপিয়া ইসলামকে দুই শতাংশ জমির ওপর প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হচ্ছে। আসপিয়া ও তার মায়ের নামে জমির দলিলের কাজ ররিবার (১২ ডিসেম্বর) থেকে শুরু হবে। যত দ্রুত সম্ভব এ কাজ সম্পন্ন করে দলিল হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ইউএনও। জমির দলিল হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ‘সোনার হরিণ কনস্টেবল পদের চাকরি ধরা দেবে’ বলে আশা আসপিয়ার।
বাংলা ট্রিবিউনকে আসপিয়া বলেন, ‘হিজলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় জমি দেখিয়েছেন ইউএনও। সেখানে আমি ও আমার মা গিয়ে জমি পছন্দ করে দিয়েছি। এখন ওই জমি পরিষ্কার করে সেখানে ঘর তোলার কাজ শুরু করার কথা রয়েছে। জমিটুকু আমার ও মায়ের নামে দেয়ার অনুরোধ করেছি। সেভাবে জমির দলিল হবে বলে নিশ্চিত করা হয়েছে। আমি এখন ওই জমির দলিলের অপেক্ষায় আছি। দলিল পেলে মনে হয় আমার চাকরিটা হয়ে যাবে।’